মৌলভীবাজারে এনডিএফএর হাটসভা

মৌলভীবাজারে এনডিএফএর হাটসভা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের কালেঙ্গা বাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির হাটসভা সম্পন্ন হয়েছে।এনডিএফ কালেঙ্গা আঞ্চলিক শাখার নেতা মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় হাটসভায় বক্তব্য রাখেন,জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে গতকাল (২৫ নভেম্বর) রাতে স্থানীয় কালেঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী হাটসভায় বক্তারা বলেন বর্তমান বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন ছাড়া শ্রমিক কৃষক মেহনতি জনগণের মুক্তি সম্ভব নয়। নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বাংলাদেশের জনগণের মূল শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজিপতি শ্রেণী।তাই সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে বেগবান করে প্রচলিত শোষণমূলক ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে অগ্রসর হতে হবে। হাটসভায় বক্তারা সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post