জেলা পরিষদ নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

জেলা পরিষদ নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্কঃ জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পাশাপাশি জেলা পরিষদ আইনের তিনটি ধারাকে চ্যালেঞ্জ করেছেন তিনি।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন বিষয়ক সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে। কিন্তু জেলা পরিষদ আইনের ৪, ৫ ও ১৭ নম্বর ধারার আলোকে নির্বাচন করা হচ্ছে নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই তিনটি ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে। সুত্রঃবিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post