মৌলভীবাজার প্রতিনিধিঃ ১০ লিটার মদ ও ২০৫ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞাতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মডেল থানার এস আই সহিদুল ইসলাম ও এস আই মাহবুবুর রহমান নেতৃত্বে রবিবার সন্ধ্যায় একদল পুলিশ অভিযান চালিয়ে শহর এলাকায় থেকে ১০ লিটার চোলাইমদ সহ ছালেক মিয়া ও ২০৫ গ্রাম গাঁজা সহ লোকমান মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজূ করা হচ্ছে বলে জানান মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ।