স্পোর্টস রিপোর্টার:
সবাইকে কাঁদিয়ে মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন কুলাউড়ার
ক্রিকেট অঙ্গনের প্রিয় মুখ, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র, তরুণ
ক্রিকেটার, প্রিয় কুলাউড়া পরিবারের অন্যতম সদস্য (পেইজ এডমিন) হেলাল আহমদ।
হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ অক্টোবর রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
(ইন্না লিল্লাহি...রাজিউন)। তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে
শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য সবাই ছুটে যান বাসায়। পারিবারিক
সূত্র জানায়, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি হেলাল কুলাউড়া পৌর শহরের
উছলাপাড়াস্থ গর্ণভ্যালি সিএনজি পাম্পে স্টাফ হিসেবে পার্টটাইম চাকরি করতেন।
২২ অক্টোবর রাত ৯টায় প্রতিদিনের মতো গ্যাস পাম্প চালুর জন্য সুইচ অন করতে
যান হেলাল, তখনই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা কুলাউড়া হাসপাতালে
নিয়ে যাওয়ার পথেই তার অকালমৃত্যু হয়। পরদিন ২৩ অক্টোবর সকাল ৯টায় উছলাপাড়া
সিএনজি পাম্পের সামনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা
পড়ান মাওলানা মোদাচ্ছির আলী। এতে ক্রিকেটারসহ বিভিন্ন মহলের বিপুলসংখ্যক
মুসল্লি অংশ নেন। জানাজা-পূর্ব আলোচনায় অংশ নেন হাজীপুরের বাসিন্দা
মাহতাব-ছায়েরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির। বাদ জোহর
হেলালের স্থায়ী নিবাস উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে দ্বিতীয়
জানাজা শেষে লাশ দাফন করা হয়। উল্লেখ্য, বর্তমানে বাদে মনসুর এলাকায় তারা
বসবাস করতেন। নিয়মিত নামাজ আদায়সহ পড়ালেখা, খেলাধুলা ও চাকরি সব মিলিয়ে
ভালোই চলছিল হেলালের। হাস্যোজ্জ্বল ও সুদর্শন চেহারার অধিকারী হেলাল শনিবার
সকালেও তার এক সহকর্মীকে নিয়ে ক্রিকেট কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য সিলেটে
গিয়েছিলেন। গাজীপুর ক্রিকেট ক্লাব, ইয়াং স্টার ও স্মার্ট ক্রিকেট ক্লাবসহ
কয়েকটি ক্লাবে নিয়মিত ক্রিকেট খেলতেন হেলাল। সর্বশেষ সিপিএ ক্রিকেট
টুর্নামেন্টে গাজীপুর ক্রিকেট ক্লাব-বির হয়ে ওপেনার ব্যাটসম্যান হিসেবে
খেলেছিলেন হেলাল। হেলাল ৫ ভাই ও ১ বোনের মধ্যে পঞ্চম। কর্মধা টাইটেল
মাদ্রাসায় হিফজ পাস করে সিলেট ইসলামি স্কুল অ্যান্ড কলেজ থেকে দাখিল ও আলিম
পাস করে মৌলভীবাজার সরকারি কলেজে বাংলায় অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত
ছিলেন।
শোক প্রকাশ:
ক্রিকেটার হেলালের অকালমৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি ও ঠিকানা
গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল
বাছিত বাচ্চু, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও মাহতাব-ছায়েরা
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সাংবাদিক ও সংগঠক
আলাউদ্দিন কবির, প্রিয় কুলাউড়া অনলাইন পোর্টালের সম্পাদক এ কে এম জাবের,
সিপিএর সভাপতি কামরুল হাসান বখস, সহসভাপতি মুসা আহমদ সুয়েট, রবিউল আউয়াল
মিন্টু ও মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম,
কোষাধ্যক্ষ কাওছার হোসেইন, গাজীপুর ক্রিকেট ক্লাবের আবুল কাশেম রুবেল,
বিপ্লব সরকার ও নাদিম মাহমুদ রাজু, ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
রাফিদ শাহীন ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিতুল, ক্রিকেটার আমিন জাহান
প্রমুখ।