আলাউদ্দিন কবির: জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। সম্প্রতি মৌলভীবাজার জেলাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করে জেলা প্রশাসক ও সীমা নির্ধারণ কর্মকর্তা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ডিসেম্বরের শেষ দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক পদে ১ জন, সদস্য পদে ১৫ জন এবং মহিলা সদস্য পদে ৫ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার) হিসেবে জেলার ৭ উপজেলার ৮৭১ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য, ৭ উপজেলা পরিষদের ৭ জন চেয়ারম্যান, ৫ পৌরসভার মেয়র এবং সকল কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ৬৫ জনসহ মোট ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা জেলা পরিষদ প্রশাসক এবং ওয়ার্ডভিত্তিক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। নিচে মৌলভীবাজার জেলার ১৫টি ওয়ার্ডের সীমানা তুলে ধরা হলো :
১ নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর ও বড়লেখা ইউনিয়ন পরিষদ এবং বড়লেখা পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
২ নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার দাসেরবাজার, তালিমপুর, বর্ণি ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫৩ জন।
৩ নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ এবং জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ও পশ্চিম জুড়ী ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫২ জন।
৪ নং ওয়ার্ড : জুড়ী উপজেলার জায়ফরনগর, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫৩ জন।
৫ নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার ভূকশিমইল, ভাটেরা, বরমচাল, জয়চণ্ডী ও কাদিপুর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
৬ নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর, রাউৎগাঁও, কর্মধা, পৃথিমপাশা ও কুলাউড়া পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
৭ নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
৮ নং ওয়ার্ড : রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ন, পাঁচগাঁও, ফতেপুর, মুন্সিবাজার ও উত্তরভাগ ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
৯ নং ওয়ার্ড : রাজনগর উপজেলার টেংরা, মনসুরনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার আখাইল কুড়া, চাঁদনীঘাট, একাটুনা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১০ নং ওয়ার্ড : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, কনকপুর ও মৌলভীবাজার পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১১ নং ওয়ার্ড : মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা, আমতৈল, মোস্তফাপুর, নাজিরাবাদ ও গিয়াসনগর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
১২ নং ওয়ার্ড : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর, মির্জাপুর, শ্রীমঙ্গল, সাতগাঁও ও শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১৩ নং ওয়ার্ড : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্দুরখান, আশিদ্রোণ, রাজঘাট ও কালীঘাট ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
১৪ নং ওয়ার্ড : কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ইউপি, মাধবপুর, ইসলামপুর, আদমপুর ও কমলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১৪ নং ওয়ার্ড : কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমসেরনগর, আলীনগর, মুন্সিবাজার ও পতনউষার ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন। উল্লেখ্য, ১ থেকে ৩ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ১; ৪ থেকে ৬ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ২; ৭ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ৩; ১০ থেকে ১২ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ৪ এবং ১৩ থেকে ১৫ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ৫ গঠিত।