মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ
আলাউদ্দিন কবির: জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। সম্প্রতি মৌলভীবাজার জেলাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করে জেলা প্রশাসক সীমা নির্ধারণ কর্মকর্তা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক পদে জন, সদস্য পদে ১৫ জন এবং মহিলা সদস্য পদে জনকে নির্বাচিত করা হবে। নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার) হিসেবে জেলার উপজেলার ৮৭১ জন ইউপি সদস্য সংরক্ষিত ইউপি সদস্য, উপজেলা পরিষদের জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং সকল কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ৬৫ জনসহ মোট ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা জেলা পরিষদ প্রশাসক এবং ওয়ার্ডভিত্তিক সদস্য সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। নিচে মৌলভীবাজার জেলার ১৫টি ওয়ার্ডের সীমানা তুলে ধরা হলো :
নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর বড়লেখা ইউনিয়ন পরিষদ এবং বড়লেখা পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার দাসেরবাজার, তালিমপুর, বর্ণি দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫৩ জন।
নং ওয়ার্ড : বড়লেখা উপজেলার সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ এবং জুড়ী উপজেলার পূর্ব জুড়ী পশ্চিম জুড়ী ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫২ জন।
নং ওয়ার্ড : জুড়ী উপজেলার জায়ফরনগর, গোয়ালবাড়ী, সাগরনাল ফুলতলা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৫৩ জন।
নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার ভূকশিমইল, ভাটেরা, বরমচাল, জয়চণ্ডী কাদিপুর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর, রাউৎগাঁও, কর্মধা, পৃথিমপাশা কুলাউড়া পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
নং ওয়ার্ড : কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
নং ওয়ার্ড : রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ন, পাঁচগাঁও, ফতেপুর, মুন্সিবাজার উত্তরভাগ ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
নং ওয়ার্ড : রাজনগর উপজেলার টেংরা, মনসুরনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার আখাইল কুড়া, চাঁদনীঘাট, একাটুনা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১০ নং ওয়ার্ড : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, কনকপুর মৌলভীবাজার পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১১ নং ওয়ার্ড : মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা, আমতৈল, মোস্তফাপুর, নাজিরাবাদ গিয়াসনগর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
১২ নং ওয়ার্ড : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর, মির্জাপুর, শ্রীমঙ্গল, সাতগাঁও শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১৩ নং ওয়ার্ড : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্দুরখান, আশিদ্রোণ, রাজঘাট কালীঘাট ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন।
১৪ নং ওয়ার্ড : কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ইউপি, মাধবপুর, ইসলামপুর, আদমপুর কমলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৬৫ জন।
১৪ নং ওয়ার্ড : কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমসেরনগর, আলীনগর, মুন্সিবাজার পতনউষার ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৬৬ জন। উল্লেখ্য, থেকে নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ; থেকে নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ; থেকে নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং ; ১০ থেকে ১২ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং এবং ১৩ থেকে ১৫ নং ওয়ার্ড নিয়ে মহিলা সদস্য ওয়ার্ড নং গঠিত। 

Post a Comment

Previous Post Next Post