কুলাউড়ায় ইয়াবাসহ আটক-৪

ইয়াবাসহ আটক-৪
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। ২৩ অক্টোবর রোববার রাতে ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে এক সাড়াশী অভিযানে তাদেরকে আটক করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো বলে জানায় পুলিশ। আটকৃতরা হলেন, পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকার আব্দুল জব্বারের ছেলে খায়রুল ইসলাম (২৬), ময়ুব আলীর ছেলে সুমন আহমদ আপন (২৭), ইউছুফ আলীর ছেলে আব্দুল মুজিব অরফে ফেন্সি মুজিব (৩০) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে আবু বক্কর (২৮)। তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আবুল বাশার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ইয়াবা মামলায় কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post