'ডিয়ার জিন্দেগি'র ফার্স্ট লুক

'ডিয়ার জিন্দেগি'র ফার্স্ট লুক
বিনোদন ডেস্কঃ প্রথম টিজার প্রকাশের পর পরই সাড়া ফেলে দেয় শাহরুখ খান, আলিয়া ভাটের ‘ডিয়ার জিন্দেগি’‌ ছবিটি। গৌরী শিন্ডে পরিচালিত এ ছবির প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। এতে আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ রায়কাপুর, কুণাল কাপুর, ইরা দুবে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অমিত মিশ্র।
আগামী ২৫ নভেম্বর সারা বিশ্বে 'ডিয়ার জিন্দেগি' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post