ক্যাপ্টেন ডাক শুনে রোমাঞ্চিত ‍মুশফিক

ক্যাপ্টেন ডাক শুনে রোমাঞ্চিত ‍মুশফিক
স্পোর্টস ডেস্কঃ গত বছরের জুলাইতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে। ওই সময় নিয়মিত সংবাদ সম্মেলনে হাজির হতে হয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। এরপর বাংলাদেশ আর টেস্ট না খেলায় সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে আসা হয়নি মুশফিকের। বাকি দুই ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বেশিরভাগ সময়ে সংবাদ সম্মেলনে দেখা গেছে।
অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সংবাদ সংবাদ সম্মেলনে এলেও ক্যাপ্টেন ডাকটি শোনার সুযোগ ছিলো না মুশফিকের। কিন্তু সময় এখন তার ফরম্যাটে লড়াই করার। আগামী বেশ কিছুদিন বেশিরভাগ সময়েই সংবাদ সম্মেলনে দেখা যাবে মুশফিককে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। আর প্রায় ১৪ মাস পর শুনেছেন ক্যাপ্টেন ডাক।
এই ডাকটি শুনে রোমাঞ্চিতই হতে দেখা গেলো টেস্ট অধিনায়ককে। ডাকটি শুনে যে ভালো লেগেছে সেটাও জানিয়ে দিলেন টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। সাধারণত প্রশ্ন করার আগে কোনো অধিনায়ককে ক্যাপ্টেন বলেই সম্বোধন করেন সাংবাদিকরা। বুধবার ক্যাপ্টেন বলে ডাকতেই মুশফিক বলে ওঠেন, ‘অনেক দিন পর শুনলাম কেউ ক্যাপ্টেন বললো। ভালোই লাগলো আলহামদুলিল্লাহ।’
এরপর প্রশ্নের উত্তর দিতে শুরু করেন মুশফিক। আর প্রথমেই জানিয়ে দিলেন গরম এই কন্ডিশন দুই দলের জন্যই চালেঞ্জের হবে। তবে ইংলিশদের জন্য বেশি কঠিন হবে বলে ধারণা তার, ‘আবহাওয়া অবশ্যই অনেক বড় প্রভাব ফেলবে। টানা পাঁচদিন মনোযোগ ধরে ধারাবাহিকভাবে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের চেয়ে ওদের জন্য আরও কঠিন হবে। চেষ্টা করব সুবিধা যতটুকু আছে আমাদের, কাজে লাগাতে।’

Post a Comment

Previous Post Next Post