স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা (২১৮/১৬)-এর ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে আটক করেছে পুলিশ। ধৃত ও পলাতক ওই আসামীদের পৃথক ওয়ারেন্টে গত ১৯ অক্টোবর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।
ধৃতরা হলো, আববাস আলীর ছেলে শামীম মিয়া, ফরমান আলীর মেয়ে জমিলা বেগম, মৃত অজ্ঞাত ব্যক্তির মেয়ে তমিজা বেগম, কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন, আছদ্দর আলীর ছেলে আববাস মিয়া। এরা প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা।
জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রাম ও পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই মহিন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।