সিলেটে আজ থেকে হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ

সিলেটে আজ থেকে হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় লিগ। এবার লিগের ১৮তম আসর শুরু হচ্ছে আজ রোববার থেকে। ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের অন্যতম ভেন্যু হচ্ছে সিলেট। লিগের দ্বিতীয় স্তরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরমধ্যে প্রথম ম্যাচে আজ থেকে সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম বিভাগ। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়রার কথা।

এবার দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগে অংশ নিচ্ছে ৮টি দল। প্রথম স্তরে খেলা দলগুলো হচ্ছে- খুলনা, ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তরে খেলা দলগুলো হচ্ছে- সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ।

সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রংপুর-চট্টগ্রামের ম্যাচ ছাড়াও আগামী ২ অক্টোবর সিলেট-রংপুর বিভাগের ম্যাচটিও অনুষ্ঠিত হবে।

এদিকে লীগে খেলা ৮টি দলের স্কোয়াড শনিবার সন্ধ্যায় ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াড অনুযায়ী সিলেটে যেসব দলের খেলা অনুষ্ঠিত হবে, সে দলগুলোর স্কোয়াড হচ্ছে-

রংপুর বিভাগ : সোহরাওয়ার্দী শুভ, সাজেদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন কুমার দাস, তানভির হায়দার, ধীমান ঘোষ, সাদমান হোসেন, মাহমুদুল হাসান লিমন, সন্দ্বীপ সাহা, নবিন ইসলাম, সায়মন আহমেদ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।

চট্টগ্রাম বিভাগ : মমিনুল হক, নাজিমুদ্দিন চৌধুরী, তাসামুল হক, মাহবুবুল করিম, ইয়াসিন আলী রাব্বি, ইরফান শুক্কুর, মো. সাইফুদ্দিন, মো. জসিম উদ্দিন, সাজ্জাদুল হক রিপন, ইয়াসির মিশু, হোসেন আলী, ইফতেখার সাজ্জাদ ও আসিফ আহমেদ।

সিলেট বিভাগ : ইমতিয়াজ হোসেন, রুম্মন আহমেদ, অলক কাপালী, রাজিন সালেহ, সাদিকুর রহমান, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, জাকির হাসান, ইমরান আলী, শাহনাজ আহমেদ, এবাদত হোসেন ও শাহনুর রহমান।

এদিকে আজ রোববার সকাল ৯টায় সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের সিলেট পর্বের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেল ছাড়াও এতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ফরহাদ কোরেশী।

Post a Comment

Previous Post Next Post