অনলাইন ডেস্কঃ
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন প্রকৌশলী আলমগীর হোসেন
(২৪)। ফোনালাপে এতোই মগ্ন ছিলেন যে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। মুহুর্তে
ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। ঘটনাটি
ঘটেছে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকায়।
আলমগীর
হোসেনের গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায়। তার বাবার
নাম আশরাফ হোসেন। কর্মসূত্রে তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় সহকর্মীদের
সঙ্গে মেসে থাকতেন।
ঢাকা
রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ওসি আব্দুল মজিদ জানান, ইস্কাটন এলাকার
গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম নামে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত
ছিলেন ওই ব্যক্তি। তিন-চার মাস আগে তিনি সেখানে যোগ দেন। প্রথমে
অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত
করেন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, দুপুর ১টার দিকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের দিকে আসছিল।
এসময় মহাখালী লেভেল ক্রসিংয়ের কাছে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে
হাঁটছিলেন ওই ব্যক্তি। তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ
জানায়, নিহতের পকেটে থাকা মানিব্যাগে কিছু ভিজিটিং কার্ড পাওয়া যায়।
সেগুলোতে ‘ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন’ নাম লেখা ছিল। ভিজিটিং কার্ডের সূত্র
ধরে যোগাযোগ করে তার পরিচয় জানা যায়।
