কুলাউড়ায় গৃহবধুর আত্মহত্যা

কুলাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবাসী স্বামীর উপর অভিমান করে মিনা বেগম (৩৫) নামের এক গৃহবধু আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার হাজিপুর ইউনিয়নের ধাউদপুর গ্রামে দুবাই প্রবাসী মো. মকবুল আলী স্ত্রী। বুধবার সকাল ৯টায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে ফোনে প্রবাসী স্বামী মো. মকবুল আলীর সাথে ফোনে কথা বলেন মিনা বেগম। স্বামীকে দেশে আসতে বলেন। তিনি না আসতে চাইলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরদিন বুধবার সকালে স্থানীয় মসজিদের হুজুরের খাবার পরিবেশন শেষ করে সন্তানদের স্কুলে পাঠিয়ে ঘরের পিছনে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ৩টায় লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করে। কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু ঘটনার সত্যতা নিশ্চিত করে।

Post a Comment

Previous Post Next Post