মৌলভীবাজারে বিজিবির অভিযানে হরিণ উদ্ধার

মৌলভীবাজারে বিজিবির অভিযানে হরিণ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সংরক্ষিত এলাকার একটি হরিণ পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেছে ৪৬ বিজিবি।

বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬বিজিবির সদর দপ্তরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ এক প্রেস ব্রিফিংএ জাানান, বুধবার সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দুরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে এক দল দুর্বৃত্ত একটি হরিণ ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মো. মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহতবস্থায় একটি মাদি হরিণ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। হরিণটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, হরিণটি সুস্থ হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পুনরায় বনে অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post