কুলাউড়ায় ২ ডাকাত ২ চোর আটক

কুলাউড়ায় ২ ডাকাত ২ চোর আটক
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক  ডাকাত ও চোরচক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে জুনাব আলী (৪৫), পৌর শহরের সোনাপুর এলাকার মৃত আক্কাস মিয়ার ছেলে বাদা মিয়া প্রকাশ আলম (৩৫) এবং আটককৃত চোরেরা হলো পৌরসভার উত্তর জয়পাশা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সুমন মিয়া (১৯), মাগুরা এলাকার মোস্তফা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭)।
গতকাল ৭ সেপ্টেম্বর কুলাউড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর দলের সক্রিয় এই ২ সদস্যকে আটক করে পুলিশ। এই চোরেরা দীর্ঘদিন থেকে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ দোকান ও বাসার মালামাল চুরি করে আসছিলো। এর আগে চিহিৃত ডাকাত জুনাব আলী ও বাদা মিয়া প্রকাশকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post