কুলাউড়ায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি সম্পন্ন

কুলাউড়ায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি সম্পন্ন
শাকির আহমদঃ ‘এসো সবুজ কুলাউড়া গড়ি, এসো পরিচ্ছন্ন কুলাউড়া গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এক কর্মসূচি সম্পন্ন করেছে সিলেটস্থ কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশন (কেসাস)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) লংলা রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের সহযোগীতায় সারা দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে কেসাসের সদস্যরা শহরের প্রধান সড়ক পরিষ্কার ও বিভিন্ন স্থানে বৃরোপণ করে। পরে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র‌্যালী চলাকালীন শহরের সুসজ্জিত সবুজাভ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এতে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্য সৌম্য প্রদীপ ভট্টাচার্য, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কেসাসের সভাপতি লুকমান মেহেদী, সাধারণ সম্পাদক অপু সিদ্দীকিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিগণ।

Post a Comment

Previous Post Next Post