শাকির আহমদ: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সহ সম্পাদক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কৃতি সন্তান নজরুল ইসলাম প্রায় ২৩ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হঠাৎ প্রচন্ড মাথাব্যাথা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তিনি গত ১০ আগস্ট তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হোন। চিকিৎসাধীন অবস্থায় পরে বিভিন্ন রোগ ধরা পড়ে।
তাঁর সুস্থ্যতা কামনায় নিজ উপজেলা কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তাকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ নেতৃবৃন্দরা।