শাকির আহমদঃ প্রাথমিক শিক্ষা বিভাগে সিলেট বিভাগের সেরা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম। এছাড়াও বিভাগের সেরা বিদ্যালয় হয়েছে উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
গত বুধবার (৩১ আগস্ট) উপ পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ঘোষনা দেয়া হয়। মো: শরিফুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
জানা যায়, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সিলেট বিভাগীয় বাছাই কমিটি প্রথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে সিলেটের ৪ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সেরাদের নির্বাচিত করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম জানান, এই অর্জন আমার একার নয়, কুলাউড়া উপজেলার সকলের। আমি চেষ্টা করেছি কুলাউড়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের। এধারা ভবিষ্যতেও অক্ষুন্ন রাখার জন্য সকলের সহযোগীতা একান্ত কাম্য।