কুলাউড়ায় নকশী কাঁথা ও কুটির শিল্প প্রশিক্ষণের উদ্বোধন

কুলাউড়ায় নকশী কাঁথা ও কুটির শিল্প প্রশিক্ষণের উদ্বোধন
তারেক হাসান: কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় মহিলাদের আত্মকর্মসংস্থানে নকশী কাঁথা ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ে উদ্বুদ্ধ করণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার বিকাল ৪টায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর বাজারে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বদরুল হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক খোরশেদা বেগম, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম রমজান, প্রোগ্রাম অফিসার সুজিত দেবনাথ, অফিস সহকারী অর্পণা দেবনাথ, নারী কল্যাণ সংস্থার সহ-সভানেত্রী আবিদা সুলতানা।

পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে নকশী কাঁথা ও ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষনের উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষনে প্রায় ৩০জন মহিলা অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post