বিনোদন ডেস্কঃ বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক নাটক 'আজ রবিবার' এবার একসঙ্গে বিশ্বের ১৫০টি দেশের মানুষ হিন্দি ভাষায় দেখতে পাবেন। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস ধারাবাহিকটির পুরো স্বত্ব কিনে তাদের নেটওয়ার্কভুক্ত এই দেড়শ দেশে হিন্দি ভাষায় ডাবিং করে প্রচার করবে।
ইতিমধ্যে 'টুডে ইজ সানডে' নামে ‘আজ রবিবার’ নাটকটির জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন প্রচার শুরু করেছে চ্যানেলটি। এতে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন (তখনও তাদের বিয়ে হয়নি) ও হুমায়ূনের বড় মেয়ে শীলা আহমেদ অভিনীত দৃশ্য দেখানো হচ্ছে।
প্রচারিত ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, আগামী আক্টোবর মাসের প্রথম দিন থেকে বাংলাদেশের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ নির্মিত ‘আজ রবিবার’ নাটকটি প্রচার করা হবে।
