বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুবাই শাখার উদ্দ্যাগে দুবাই জাগী হোটেল হল রমে আয়োজিত বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দুবাই যুবদলের কমিটি ঘোষাণা কালে দুবাই বিএনপি ও দুবাই যুবদল এবং দুবাই সেচ্ছাসেবক দল, দুবাই তারেক পরিষদের নেতৃবৃন্দ'রা বক্তব্য রাখেন।
দুবাই বিএনপি'র সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে ও দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাএ নেতা চট্রগ্রাম উওর জেলার মোঃ ইমরান হোসেনের সঞ্চলনায়, প্রধান অতিথি দুবাই বিএনপির সম্মানিত সভাপতি চট্রগ্রাম উওর জেলার বিএনপির পরিচিত মুখ জননেতা আলহাজ্ব মোঃ রফিক, প্রধান বক্তা দুবাই বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, ফেনি জেলার নির্যাতিত বিএনপির নেতা জনাব মোঃ সাইমুম রানা ফারুক ভুঁইয়া।
বিশেষ অতিথি দুবাই বিএনপির সহ সভাপতি সাবেক ৯০ এর চট্রগ্রাম রাজপথ কাপানো ছাএনেতা জনাব মোঃ মনচুর ভাই, বিশেষ অতিথি দুবাই বিএনপির নেতা আব্দুল হাই,বিশেষ অতিথি দুবাই বিএনপির নেতা মোঃ জামাল,বিশেষ অতিথি দুবাই বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক কারা নির্যাতিত রাঙামাটি ছাএদলের পরিক্ষিত কর্মী মোঃ হুমায়ূন কবীর সুমন, বিশেষ অতিথি পাপ্পু আহবায়ক দুবাই সেচ্ছাসেবক দল,বিশেষ অতিথি, সদস্য সচিব দুবাই সেচ্ছাসেবক দল মোঃ জাকির, বিশেষ অতিথি জয়নাল আবেদীন ঝিল্লু নবনির্বাচিত দুবাই যুবদলের সভাপতি সাবেক ছাএদল নেতা উওর চট্রগ্রাম হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়ন,বিশেষ অতিথি দুবাই যুবদলের নির্বাচিত সাঃসম্পাদক ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের সাবেক ছাএদল নেতা সেলিম আজাদ মুন্না,বিশেষ অতিথি দুবাই যুবদলের নবনির্বাচিত সিঃ সহ সভাপতি মতিউর রহমান পলাশ,সাবেক ছাএ নেতা ফেনি জেলা।
বক্তব্য রাখেন দানেশ সহ সাংগঠনিক সম্পাদক দুবাই বিএনপি,ইছমত আলী যুগ্ম সম্পাদক দুবাই যুবদল(নবনির্বাচিত) নাসির তালুকদার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুবাই যুবদল, সুমন আহম্মদ নবনির্বাচিত সহ সাংগঠনিক দুবাই যুবদল,
সাইফুল সহ সাংগঠনিক সম্পাদক দুবাই বিএনপি,আনোয়ার, দুবাই সেচ্ছাসেবক দল,জামসেদ,তৈয়ব আলী,শাহাদাৎ হোসেন, লোকমান মামুন হাওলাদার,জলিল,ইকবাল,সহ অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রফিক বলেন গণতন্ত্রের রক্ষার দেশনেত্রী বেগম খালেদাজিয়া'র নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে,বাংলাদেশের মানুষ ফিরে পাবে তাদের হারানো গণতন্ত্র এবং গণতন্ত্রিক অধিকার, ফিরে আসবে দেশে নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত সরকারের প্রধান হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর বেগম জিয়ার চেষ্টার ফসল হবে বাংলাদেশি দের জন্য দুবাই এর বন্ধ হওয়া ভিসা চালু।
দুবাই যুবদল হবে দেশনেত্রী'র মনোবল এবং দুবাই বিএনপির সহায়ক শক্তি, দুবাই নবনির্বাচিত নেতৃবৃন্দ দের অভিনন্দন ও শুভেচ্ছা এবং দুবাই বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সবাই কে ধন্যবাদ জানান।
দুবাই বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ'রা কেক কেটে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
দুবাই যুবদলে যারা নির্বাচিত হয়েছেন
সভাপতি মোঃ জয়নাল আবেদীন ঝিল্লু
সিঃসহ সভাপতি মোঃ মতিউর রহমান পলাশ।
সহ সভাপতি লোকমান হোসেন,এনামুল হক জাহেদ,ছানা উল্ল্যাহ,কবীর হোসেন,
সাধারণ সম্পাদক
সেলিম আজাদ মুন্না,
সিঃ যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন।
যুগ্ম সম্পাদক ইছমত আলী।মোঃ তৈয়ব, মামুন হাওলদার,
সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির তালুকদার,
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল চুট্রো(রাঙামাটি) সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন চৌধুরী।
সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মদ (ফেনী)
সহ নুরুল আবছার,
দপ্তর সম্পাদক আব্দুল জলিল (রাঙামাটি)
প্রচার সম্পাদক মোঃ হাসান
সহ প্রচার সম্পাদক বাদল।
আন্তর্জাতিক সম্পাদক মোঃ ইকবাল
সহ মোঃ শাহাব উদ্দীন
অর্থ সম্পাদক আব্দুল রহিম।
সহ মোঃ বিল্লাল হোসেন।
তর্থ্য ও গভেসনা সম্পাদক রুবেল মাঝি
সহ রিপন।
শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন
ক্রীড়া সম্পাদক ইছা মাহমুূদ
স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ আলকাজ উদ্দীন।
প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ফোরকান,
প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ সবুজ। # সংবাদ বিজ্ঞপ্তি