কুলাউড়া হাসপাতালে ৫ দিনব্যাপী দক্ষতামূখী প্রশিক্ষন ‘দীপ শিখা ’পুষ্টি কর্মশালার শুরু

কুলাউড়া হাসপাতালে ৫ দিনব্যাপী দক্ষতামূখী প্রশিক্ষন ‘দীপ শিখা ’পুষ্টি কর্মশালার শুরু
স্টাফ রিপোর্টারঃ মাঠ পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির স¦াস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে কম খরচে পুষ্টি জাতিয় খাবার খেতে উদ্ভোদ্ধকরনের লক্ষ্যে কুলাউড়া হাসপাতালে ৫ দিনব্যাপী দক্ষতামূখী পুষ্টি প্রশিক্ষন(দীপ শিখা) কর্মশালার শুভ সূচনা করা হয়েছে গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায়।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ইউ.এইচ.ও ডা: মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মধূসূধন পাল চৌধুরী, প্রশিক্ষন প্রদান করেন ঢাকা থেকে আগত ডা:মামুনুর রশীদ ও ডা:লিমা, প্রশিক্ষন গ্রহনকারী ডাঃ সাঈদ এনাম, ডাঃ আবুবকর নাছের রাশু, নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক ময়নুল হক পবন, দি ডেইলি ট্রাইব্যুনালের মৌলভীবাজার বুরে‌্য চীফ ও হলিসিলেট২৪.কম এর মৌলভীবাজার প্রতিনিধি এমদাদুর রহমান চৌধুরী জিয়া,স্বাস্থ পরিদশক ইনচার্জ মিজানুর রহমান সহ স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,পরিবার পরিকল্পনা পরিদর্শক সহকারী পরিদর্শক মোট ২৫ জন অংশগ্রহন করেন। পরবর্তী ৩ দিনের আরও ১৬০ জন সিএইচসিপি স্বাস্থ্য কর্মীসহ মাঠ পর্যায়ের পুষ্টি সেবায় নবজাতক শিশু,কিশোরী গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মহিলাকে কম খরচে পুষ্টিকর খাবার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করবেন ।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, কমখরচেও যে পুষ্টিকর খাবার পাওয়া যায় এই তথ্যটি গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউনিসেফ এর অর্থায়নেএ কর্মশালা চলছে । সরকার গ্রামের মানুষের স¦াস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় চলছে ্এ প্রশিক্ষন।

Post a Comment

Previous Post Next Post