বিশেষ প্রতিনিধি: দেশের
উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস
এম জাকির হোসাইন এর নেতৃত্বে মুন্সিগঞ্জ যাচ্ছে ৭ নং টিম।
অসুস্থতার
কারনে এতদিন দুর্যোগ কবলিতদের কাছে সরাসরি যেতে পারেননি তিনি। পেটের
পিড়ার করনে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সুস্থ হয়ে আজই
তিনি বন্যার্তদের পাশে দাড়াতে ছুটে যাচ্ছেন মুন্সিগঞ্জ।
ছাত্রলীগ
সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন এর সমন্বয়ে এবং
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ এর তত্ত্বাবধানে বন্যার্তদের
সহায়তার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৮টি টিম গঠন করা হয়। প্রত্যেকটি
টিমকে বিভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে ত্রাণ সমগ্রী নিয়ে পাঠানো হয়। আজ ৭
নম্বর টিম নিয়ে নিজেই মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ী এলাকায়
ত্রাণ নিয়ে যাচ্ছেন জাকির। এর আগে গত দুইদিনে দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ
ত্রাণ সরবরাহ করেছে।