বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ নতুন একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমদ হোসেনের হাতে নতুন অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক লিটন শরীফের পরিচালনায় অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আব্দুল লতিফ, ডা. আহমদ হোসেন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post