স্টাফ রিপোর্টার: দেশ ব্যাপী সন্ত্রাস, জঙ্গীবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ার ব্রাহ্মণবাজারে গতকাল বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুস ছালাম খান এডুকেশন ট্রাষ্টের উদ্যোগ গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্টিত হয়। এই গণসচেনতা কার্যক্রমে ট্রাষ্টের শতাধীক সদস্য অংশগ্রহণ করেন। তারা ব্রাহ্মণবাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একে এম শহিদুল হক স্বাক্ষরিত জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরুধী গণসচেতনতা মূলক একটি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে পথসভার মাধ্যমে ওই কর্মসূচী সমাপ্ত হয়। পথ সভায় মরহুম আব্দুস ছালাম খান এডুকেশন ট্রাষ্টের সদস্যরা বক্তব্য রাখেন।