বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই মাদ্রাসা ছাত্র দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। বর্তমানে নিখোঁজ ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছে। তাদের অভিভাবকরা পৃথকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন।
থানা পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র জসিম উদ্দন (১৩) গত ২৭ জুলাই খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাবা ফারুক আহমদ ৩০ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন। এর আগে গত ১৩ জুলাই মোহাম্মদীয়া মাদ্রাসা দক্ষিণভাগ টিলাবাজারের ৪র্থ শ্রেণীর ছাত্র মুরাদুর রহমান সানি (১২) বাড়ি থেকে কাপড় ইস্ত্রি করার কথা বলে দক্ষিণভাগ বাজারে গিয়ে নিখোঁজ হয়। সে দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের ছেলে। এ ঘটনায় তার মা রুমানা বেগম বুলবুলি থানায় জিডি করেছেন। তিনি জানান, ঈদের দিন সকালে সে মাদ্রাসা থেকে বাড়ি যায়। ১৩ জুলাই বাজারের কথা বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। মাদ্রাসার হুজুররা তার সন্ধান দিতে পারেননি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কি কারণে এসব মাদ্রাসা ছাত্ররা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরছে না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ব্যাপারে দেশের সকল থানাকে অবহিত করা হয়েছে।