বড়লেখায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা

বড়লেখায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২ আগস্ট) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, এনাম আহমদ, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মতিউর রহমান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post