বড়লেখায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

বড়লেখায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানা বেগম (৩৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। স্ত্রী খুনের অভিযোগে পুলিশ স্বামী তারেক আহমদকে (৩১) আটক করেছে। শুক্রবার দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলিমপুর গ্রামের চার সন্তানের জননী গৃহবধু সুলতানা বেগম বৃহস্পতিবার বিকেল তিনটায় স্বামীর বাড়িতে মারা যান। নিহতের বাবা সমছ উদ্দিন জামাতা তারেক আহমদসহ শ্বশুড় বাড়ির লোকেরা নির্যাতন করে মেয়েকে হত্যার অভিযোগ করলে থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার ও নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে যান। নিহতের স্বামী তারেক আহমদ জানান, পেটের ব্যাথা স্ত্রী সুলতানা বেগম মারা গেছেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবার হত্যা মামলায় স্বামী তারেক আহমদকে গ্রেফতার করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post