বাংলাদেশের পতাকা বহন করবেন সিদ্দিকুর

বাংলাদেশের পতাকা বহন করবেন সিদ্দিকুর
স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মার্চপাস্ট একটি অবিচ্ছেদ্দ অংশ। ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ৭ ক্রীড়াবিদ এবং প্রতিনিধিসহ মোট ১৬ জনের দল। যেখানে লাল-সবুজের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান।

৫ আগস্ট হলেও পৃথিবীর অন্য প্রান্তে বিদায় বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হবে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই থাকবে ২০৬টি দেশের ১০ হাজার ৫০০ ক্রীড়াবীদের অংশগ্রহণে মার্চপাস্ট। ইংরেজি অক্ষরের ক্রমানুসারে অনুষ্ঠিত হবে এই মার্চপাস্ট। যেখানে শুরুতেই মারাকানায় প্রবেশ করবেন বাংলাদেশের কন্টিনজেন্টের সদস্যরা।

বাংলাদেশের এবারের ৭ অলিম্পিয়ানের মধ্যে এক মাত্র সিদ্দিকুর রহমানই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। দেশের হয়ে প্রথম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী সিদ্দিকের হাতেই থাকছে জাতীয় পতাকা। বাংলাদেশের অন্য ছয় ক্রীড়াবিদ হলেন- শ্যুটার আব্দুল্লা-হেল বাকী, সাঁতারু- মাহফুজুর রহমান ও সোনিয়া আক্তার, আর্চার- শ্যামলী রায়, অ্যাথলেট মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।

Post a Comment

Previous Post Next Post