আমিন জাহানঃ সোস্যাল কেয়ার অব নেশন কর্তৃক জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামুলক কর্মসূচি হিসেবে জঙ্গিবাদকে "না" বলুন শীর্ষক লিফলেট আজ ০২/০৮/২০১৬ ইং রোজ মঙ্গলবার লংলা আধুনিক ডিগ্রি কলেজে বিতরণ করা হয়। লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের উপস্থিতে সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে লিফলেট বিতরণ করা হয়। এতে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র সদস্য মোহাইমিনুল ইসলাম মাহিন, সোহেল আহমদ , সদস্য - আশিকুল ইসলাম বাবু, সায়েম আহমদ, নাঈদ খান নয়ন , আব্দুল মুনিম সাজেদ ও শফিকুল ইসলাম আরিফ।