শাবিতে জঙ্গি সন্দেহে আরেক ছাত্র আটক

শাবিতে জঙ্গি সন্দেহে আরেক ছাত্র আটক
অনলাইন ডেস্কঃ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সামনে থেকে ইফফাত আহমেদ চৌধুরী নামের আরও এক শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

ইফফাত আহমেদ চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সে ওসমানীনগর উপজেলার নিজকুড়া গ্রামের খালেদ চৌধুরীর পুত্র। এর আগে একই বিভাগের ছাত্র আব্দুল আজিজকে আটক করে পুলিশের বিশেষ ইউনিট। '

পরে পুলিশ জানিয়েছিল আব্দুল আজিজ জঙ্গি সংগঠন আনসারুল্লহ বাংলা টিমের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হিসেবে কাজ করছিল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক রাশেদ তালুকদার দুপুর ৩টায় মুঠোফোনে বলেন, ঘন্টাখানেক আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের বিশেষ ইউনিট তাকে আটক করে।

Post a Comment

Previous Post Next Post