স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা, উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে গতকাল শক্রবার (১৯ আগষ্ট) সকালে মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। অনুষ্টানের শুরুতে সুসজ্জিত বাদকদল ,ব্যানার ও প্লেকার্ডসহ সহ¯্রাধীক নেতাকর্মী পৌর মিলনায়তন থেকে আনন্দ র্যালী শুরু করে শহর প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনের সামনে এসে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাম্মীর হাবীব চৌধুরী রবিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা,জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল, জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা সভাপতি আব্দুর রকিব সাবু, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএপনপি নেতা ফয়ছল আহমদ,জেলা যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নরুল আলম নোমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী মারুফ, সারোয়ার মজুমদার ইমন, জিএম মোক্তাদির রাজু, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ আহাদ ও নরুল ইসলাম প্রমুখ।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহান আহমদ, কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সারোয়ার আলম বেলাল, যুগ্ম আহবায়ক খায়রুল আলম সবুজ, সুরমান আহমদ, সৈয়দ ময়নু, শামসুল ইসলাম, শাকিল আহমদ, আমিন আহমদসহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াসহ দলের সকল নেতাকর্মীর উপর দায়েরকৃত রাজনৈতিক হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জঙ্গীবাদ,সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকার আহবান জানান ।