ফ্রান্স আওয়ামীলীগের আলোচনা সভা

ফ্রান্স আওয়ামীলীগের আলোচনা সভা
ডেস্ক নিউজঃ ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে কোরআন তেলাওয়াত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল,মিলাদ ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।
ঐদিন আওয়ামীলীগের উদ্যোগে প্যারিসের গার দু নরের টিটু মিলনায়তনে আলোচনা সভায় ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বকুল, এম শাহেদ আলী, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুজিুবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন ভুইয়া,জাতীয় শ্রমিক লীগের সর্ব ইউরোপীয়ান সমন্বয়ক মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সোহরাব মৃধা, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল ইকবাল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তাফা হাসান, রানা চৌধুরী, ফ্রান্স জাতীয় শ্রমিক লীগের সভাপতি জি এইচ সাগর খান,সাধারন সম্পাদক আমিন খান হাজারী,সেলিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের স্থপতিই ছিলেন না তিনি ছিলেন একজন সার্বজনীন ব্যক্তিত্ব। দেশ স্বাধীন হয়ে যাবার পরও স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় থাকায় দেশী বিদেশী চক্রান্ত হয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এ কারনেই ৭৫ সালের আগস্ট মাসের বিয়োগান্তক ঘটনার সুত্রপাত। নেতৃবৃন্দরা আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী বাংলাদেশ আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধীদের জারি করা ইনডেমনিটি বিল বাতিল করে বিচার প্রক্রিয়া শুরু করে। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভের পর আত্মস্বীকৃত খুনীদের ফাসি কার্যকর করা হয়। বাংলাদেশের বার বার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গৌরবের সঙ্গে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখা জন্য সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা।

Post a Comment

Previous Post Next Post