"আবুল হাসানের মানসিক বাধাটা দূর করতে পারলেই মিলবে দারুণ ফল" - আকিব জাভেদ

"আবুল হাসানের মানসিক বাধাটা দূর করতে পারলেই মিলবে দারুণ ফল" - আকিব জাভেদ
স্পোর্টস ডেস্কঃ দারুণ প্রতিভাবান, সম্ভাবনা অনেক;  ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সও করে যাচ্ছেন আবুল হাসান।  কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিফলন নেই সেই সম্ভাবনার।  আকিব জাভেদের ধারণা,  এই পেসারের সমস্যাটি মানসিকতার। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরির ইতিহাস গড়ে টেস্ট অভিষেক আবুল হাসানের।  কিন্তু আসল কাজ যেটি, সেই বোলিংয়ে ব্যর্থ বারবার। ৩ টেস্ট খেলে উইকেট ৩টি, ৬ ওয়ানডে খেলে এখনও উইকেটের দেখা পাননি। ৪টি টি-টোয়েন্টিতে উইকেট ২টি। অবশ্য চোটের সঙ্গে লড়াইটাও করতে হয়েছে নিত্য।  তবে ফিট থেকেও যখন সুযোগ পেয়েছেন,  আশা পূরণ করতে পারেনি একবারও। ক্যাম্প পরিচালনায় এসে আবুল হাসানকে কাছ থেকে দেখেছেন আকিব, কথা বলেছেন। দেখা, শোনা আর বোঝা থেকেই আবুল হাসানকে নিয়ে উপলব্ধির কথা সংবাদমাধ্যমকে জানালেন আকিব। “রাজুর (আবুল হাসান) সম্ভাবনা আছে।  কোনো সংশয়ই নেই যে ওর সম্ভাবনা আছে।  তবে ওর কিছু সমস্যা আছে।  সমস্যা তার চোট সংক্রান্ত; সমস্যা ওর আত্মবিশ্বাস সংক্রান্ত।  কোনো ভাবে যদি ওকে সেই মানসিকতা থেকে বের করে আনা যায়….।” আকিবের বিশ্বাস, আবুল হাসানের মানসিক বাধাটা দূর করতে পারলেই মিলবে দারুণ ফল। “ওর সব কিছু আছে। গতি আছে, শারীরিক গঠন ভালো, অ্যাকশন ভালো।  কিন্তু ওকে এই মানসিক বাধা থেকে বের হয়ে আসতে হবে।” সর্বশেষ গত বছরের এপ্রিলে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন আবুল হাসান, টেস্ট সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে।

Post a Comment

Previous Post Next Post