স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যোগে ২০১৫ সালের ডে ক্যাম্প অনুষ্ঠিত। প্রশিক্ষনার্থীদের গত ৪ আগষ্ট কুলাউড়া রেলওয়ে জুনিয়র স্কুলে ৩২ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো. সোহেল আহমদ এর সভাপতিত্বে ও গ্রুপ সম্পাদক মো. সামসুদ্দিন বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক শ্রী জ্যোতিষ চন্দ্র চন্দ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতার নিঃশ্বাস পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুারো প্রধান ইউসুফ আহমদ ইমন প্রমূখ। এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি এন খানম একাডেমী ডিগ্রী কলেজের স্কাউটের সিনিয়র রুবার এবাদুর রহমান, কুলাউড়া ডিগ্রী কলেজের সিনিয়র রুবার জয়নাল আবেদীন, গ্রুপের সিনিয়র রুবার আছাদুজ্জামান শান্ত, ছাত্র শরীফ আহমদ, মাজেদ আহমদ, সোহাগ আহমদ প্রমূখ।