বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই
আমাদের দেশে এমনেতেই অনেক সুন্দর জায়গা আছে । কিন্তু অনেক জায়গা সম্পর্কেই মানুষ এখন পর্যন্ত জানেনা । সেরকমই একটি সুন্দর গ্রামের নাম পাংথুমাই । পাংথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত । আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে , একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ ।

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই
মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে ।

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই
কিভাবে যাবেন : ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট বাজারে থানা সংলগ্ন বাজারে যাবেন । ভাড়া পরতে পারে ৪০০-৫০০ টাকা ।
সেখান থেকে আপনি আবার ট্যাক্সি নিতে পারেন , নিয়ে বলবেন যে পশ্চিম জাফলং ইউনিয়ন এর পাংথুমাই গ্রাম এ যাবেন । ভাড়া পরতে পজাবেন১৫০-২০০ টাকা ।

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই
পাংথুমাই এ যেখানে দেখবেন পাকা রাস্তা শেষ হয়ে গেছে সেখানে নেমে চারিদিকে ঘুরে দেখলে বুঝবেন জায়গা টা আসলেই অনেক সুন্দর ।
বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাংথুমাই

Post a Comment

Previous Post Next Post