পাঁচ বোলারের অ্যাকশনে ত্রুটি পেয়েছে বিসিবি

পাঁচ বোলারের অ্যাকশনে ত্রুটি পেয়েছে বিসিবি
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া ১০ জন বোলারের বোলিং অ্যাকশন পর্যালোচনা করে পাঁচজন বোলারের বোলিংয়ে ত্রুটি পেয়েছে ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটি। তবে তাদের এখনই ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না।

এই পাঁচজন বোলার নভেম্বর পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে, কিন্তু এর মধ্যেই তাদের নিজেদের শোধরাতে হবে। সেটি সম্ভব না হলে নিজেদের ঠিক করে সামনের বছর আবার পরীক্ষা দিতে পারবেন।

কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগে খেলার সময় ১০জন বোলারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পান অাম্পায়াররা।পরে মিরপুরে ক্যামেরার সামনে এই ১০জনের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখে বিসিবির একটি রিভিউ কমিটি। যাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তার মধ্যে অপর পাঁচজনের বোলিংয়ে কোন সমস্যা নেই বলে রিভিউ কমিটি দেখতে পেয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এই খবর দিয়েছে।

সম্প্রতি টি২০ বিশ্বকাপ চলার সময় অবৈধ অ্যাকশনের জন্য বাংলাদেশের দুই বোলারকে নিষিদ্ধ করার পর থেকে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিভিউ কমিটির সদস্য দিপু রায় চৌধুরী বলছেন, এই ক্রিকেটারদের নিজেদের দায়িত্বে বোলিং শোধরাতে হবে। তবে তারা দরকার মনে করলে বিসিবির সাহায্যও চাইতে পারবেন।

বোলিং অ্যাকশন পরীক্ষার বিষয়টি ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post