জুড়ীর বিনয় ব্যানার্জী ডুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত


জুড়ীর বিনয় ব্যানার্জী ডুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃতি সন্তান বিনয় ব্যানার্জী। গত ৩১ জুলাই রবিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।  বিনয় ব্যানার্জী জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলী গ্রামের বাসিন্দা বিদ্যা ধর ব্যানার্জী ও গৃহিণী চন্দ্র রেখা ব্যানার্জীর ছেলে। পরিবারের ৩ ভাই ও ১ বোনের মধ্য বিনয় ব্যানার্জী ৩য়। বিনয় ২০০৬ সালে সাগরনাল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ২০১০ সালে সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা, এবং বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪র্থ বর্ষে অধ্যয়নরত। এছাড়া বিনয় জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদ ডুয়েট শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  বিনয় ব্যানার্জী মুঠোফোনে জানান, ২০১০ সাল থেকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করি। আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন ভাই, আমার ইউনিট ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন নাসির, সাধারন সম্পাদক রেজাউর রাতুল ভাইর প্রতি।

Post a Comment

Previous Post Next Post