স্টাফ রিপোর্টারঃ ৫ম ধাপে নির্বাচিত মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নার্গিস
আক্তার বুবলি এর কাছে দায়িত্ব হস্তান্তর করলেন স্বামী সদ্য সাবেক
চেয়ারম্যান অধ্যাপক মো: শাজাহান। রোববার বিকেলে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদে
অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ইউপির দায়িত্ব গ্রহন করেন নব নির্বাচিত
চেয়ারম্যান। বিগত দুইবার এই পরিষদের দায়িত্ব পালন করেন নার্গিস
আক্তার বুবলির স্বামী অধ্যাপক মো: শাহজাহান। এবার সারাদেশে দলীয় প্রতীকের
নির্বাচনে উপজেলা শ্রমিকলীগের অহবায়ক মো: শাজাহান আওয়ামীলীগের মনোনয়ন না
পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচিত
করেন তার স্ত্রী বুবলিকে। বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো: শাহজাহানের
সভাপতিত্বে ও ইউপি সচিব তুষার কান্তি’র পরিচালনায় বক্তব্য রাখেন নব
নির্বাচিত চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা
অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হোসেন
মনসুর, ইউপি সদস্য ছালিক আহমদ, ছাত্রলীগ নেতা জুনাব আহমদ। অনুষ্টানের
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী আব্দুল লতিফ। উল্লেখ্য,গত ২৩ এপ্রিল ২০১৬ ইং তারিখে প্রথম ধাপের ইউপি নির্বাচনে মোহাম্মদ শাহাজানের স্ত্রী বুবলী আক্তার (স্বতন্ত্র) আনারষ মার্কায় ১৯৫ ভোট বেশি পেয়ে আ’লীগ প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।