অনলাইন ডেস্কঃ ৬০ বছর আফগানিস্তানের এক ধর্মীয় নেতাকে ছয় বছরের এক শিশুকে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার ঘোর প্রদেশের মধ্যাঞ্চলে ৬০ বছর বয়সী মোহাম্মদ করিম নামের আফগান মোল্লাকে বাবা-মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ৬ বছরের শিশুকে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
একই প্রদেশে ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটিতে তোলপাড় চলছে, এর পরের দিনই এ ঘটনা ঘটল।
তবে ওই ধর্মীয় নেতা দাবি করেছেন, ওই শিশুটির মা-বাবা ‘ধর্মীয় উৎসর্গ’ হিসেবে শিশুটিকে তাঁর হাতে তুলে দিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, শিশুটির পরিবার এ কথা শুনে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে শিশুটিকে অপহরণ করা হয় বলে তারা জানিয়েছে।
ঘোর প্রদেশের নারী-বিষয়ক অধিদপ্তরের প্রধান মাসুম আনওয়ারি বলেন, শিশুটি কথা বলতে পারছে না। শুধু একটি কথাই বারবার বলছে, ‘ওই লোকটাকে আমি ভয় পাই।
-এএফপি