পাঠকের মতামতঃ জনদুর্ভোগ, দেখার কেউ নেই!

 পাঠকের মতামতঃ জনদুর্ভোগ, দেখার কেউ নেই!
কুলাউড়া টিলাগাও ইউনিয়নের নয়াবাজার থেকে লংলা চা বাগানের ভেতর দিয়ে হাজিপুর থলের বাজার পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত, এই রাস্তা দিয়ে লংলা ডানকান ব্রাদার্স এর কয়েক হাজার শ্রমিক, হাজীপুর, চাউরউলী, কাশিপুর, গুদামঘাঠ, তারাপাশা, পণ্ডিত নগর এর হাজারো মানুষের জীবনের চাকা ঘুরে। স্কুল কলেজ গামী কয়েক'শ শিক্ষার্থী এই রাস্তাদিয়ে প্রতিদিন যাতায়াত করে। হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক, হাজিপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি এই রাস্তায় যাতায়াত করেন।
এই এলাকাজুড়ে রাবার বাগান,চা বাগান অবস্থিত, যেখান থেকে সরকারি কোষাগার এ অনেক অর্থ জমা হয়।
দুঃখজনক হলেও সত্য, এই এলাকার জন দুর্ভগ দেখার কেউ নেই।

লেখকঃ  আবুল কাশেম উসমানী
সিএইচসিপি, হাজীপুর কমিউনিটি ক্লিনিক। 
 পাঠকের মতামতঃ জনদুর্ভোগ, দেখার কেউ নেই!
 পাঠকের মতামতঃ জনদুর্ভোগ, দেখার কেউ নেই!

Post a Comment

Previous Post Next Post