আমরা হারিয়ে যাবো, কিন্তুু আমাদের বন্ধুত্বের বন্ধন হারাবে না কোনো দিন

আমরা হারিয়ে যাবো, কিন্তুু আমাদের বন্ধুত্বের বন্ধন হারাবে না কোনো দিন
নিজস্ব প্রতিনিধি: সিলেট সরকারি কলেজ ৯২-৯৩ ব্যাচ ছাত্র ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত হয়। দীর্ঘ বাইশ বছর পর ওয়াটর্সপ গ্রুপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে- চিটিয়ে থাকা বন্ধুদের ঐক্যবদ্ধ ভাবে সৌহার্দপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে আমাদের ৯২-৯৩ ছাত্রফোরাম আয়োজন করে। গতকাল দুপুর ১২ টা শুরু হয় সিলেট ওসমানী পার্কে শিশুদের জন্য খেলা ও চড়া (রাইডস)উন্মুক্ত। সেখানে ফোরামের পরিবারদের মিলন মেলায় পরিণত হয়। এবং সেখান থেকে শিশুদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরী হয়, আমরা হারালেও,আমাদের বন্ধুত্ব হারাবে না। বন্ধুদের একে অন্যর স্ত্রী-সন্তানদের চলে পরিচয় পর্ব। এবং খুব সহজেই মিশে যান একে অন্যর সাথে, এযেনো এক শৈল্পিক কারুকার্যময় চিত্র ফুটে উঠে। "আমরা মিলবো একসাথে, কথা হবে প্রান খোলে, আনন্দে মেতে উঠবো" সন্ধা ৭ টায় শুরু সাংস্কৃতিক অনুষ্টান নাচে-গানে মেতে উঠে পরিবারের সবাই।
আমরা হারিয়ে যাবো, কিন্তুু আমাদের বন্ধুত্বের বন্ধন হারাবে না কোনো দিন

Post a Comment

Previous Post Next Post