শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক চা শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের অদুরে বিরাইমপুর এলাকা থেকে তার লাশ উদ্বার করে জিআরপি পুলিশ। নিহত ট্রেনে কাটা চা শ্রমিকের নাম গোজারী রবিদাশ। তার পিতার নাম হরিকুমার রবিদাশ। সে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা।

শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লোক মাফত খবর পেয়ে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল আউটার সিগনাল (বিরাইমপুর) থেকে ট্রেনে দ্বি-খন্ডিতবস্থায় একজনের মৃত দেহ উদ্বার করে থানায় নিয়ে আসেন। পরে তার পরিবারের লোকজন এসে সনাক্তকরে সে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের হরি কুমার রবি দাশের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার শাখাওয়াত হোসেন জানান, ভোরে কোন ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যেতে পারে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা ও লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post