অনলাইন ডেস্কঃ সিলেট কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে কারারক্ষী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ছাত্রলীগ নেতার জামিনে মুক্তিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সিলেটের
ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, উচ্চ আদালত থেকে
জামিনপ্রাপ্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ
নিপুর কারামুক্তি উপলক্ষে বিকেলে মোটরসাইকেল শোডাউন করে কারা ফটকে অবস্থান
নেন ছাত্রলীগের কর্মীরা। নিপুর জামিন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায়
ছাত্রলীগকর্মীরা কারাগারের মুল ফটকে গিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে
নিপুকে নিয়ে আসার চেষ্টা করেন। কারারক্ষীরা বাধা দিলে তাদের সাথে সংঘর্ষে
জড়ায় ছাত্রলীগ কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এসময়
ছাত্রলীগ নেতাদের অন্তত ৫০টি মোটর সাইকেল ভাঙচুর করেন কারারক্ষীরা।
সংঘর্ষ
চলাকালে কারারক্ষীদের মারধরে আহত হয়েছেন ফটো সাংবাদিক আনিস মাহমুদ, এইচএম
শহীদুল ইসলাম ও মামুন আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
