হাকালুকিতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 হাকালুকিতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দস্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মৎস্য অধিদপ্তর হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই সোমবার সকালে উপজেলার হাকালুকি তীরবর্তী আছুরী ঘাট ও ধলিয়ার হাওরে অভিযান চালিয়ে এই কারেন্ট জালগুলো জব্দ করা হয় যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন, তথ্য সংগ্রহকারী মো. শামীম উদ্দিন, কুলাউড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলী হোসেনসহ অন্যান্যরা অভিযানে অংশগ্রহণ করেন। পরে বেলা ৩টার দিকে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ এর সামনে পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ কারেন্ট জালসহ হাকালুকিতে পোনা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post