স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অর্থায়নে আলালপুর হাফিজিয়া মাদরাসার ১৭ জন এতিম ছাত্রদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়। শনিবার সন্ধায় আলালপুর মাদরাসা প্রাঙ্গনে এতিম ছাত্রদের হাতে বস্ত্র তুলে দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক সাহেদ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্র নেতা কামাল ইবনে শহীদ চৌধুরী ও লন্ডন মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি জুবায়ের আহমদ সিদ্দিকী সেলিম,সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,যুগ্ম সাধরারণ সম্পাদক সম্পাদক শরীফ আহমেদ,তালামীযে ইসলামিয়ার কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির,কুলাউড়া কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা খন্দকার ফকরুল ইসলাম সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সদস্য মাহফুজ শাকিল,হাফিজ আশিকুর রহমান,জয়নুল আহমদ প্রমুখ।