বড়লেখায় দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৪০ : পুলিশের ২০ রাউন্ড গুলি বর্ষণ

বড়লেখায় দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৪০ : পুলিশের ২০ রাউন্ড গুলি বর্ষণ
বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ লাঞ্ছিতের ঘটনায় রোববার দুইপক্ষের সংঘর্ষে পৌরশহর রণক্ষেত্রে পরিণত হয়। চেয়ারম্যান সমর্থক জফরপুর গ্রামবাসী ও মধ্যবাজার অটোরিকশা চালকসহ তাদের গ্রামবাসীর মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে থানার ওসিসহ উভয়পক্ষের ৪০ ব্যক্তি আহত হয়েছেন। এদের ২৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। উভয়পক্ষ সদর রাস্তায় যানবাহনে অগ্নিসংযোগ ও মূখোমূখি তান্ডব চালালে ব্যবসায়ীরা আকংকিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সম্মুখের মধ্যবাজার অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডের চালকরা যাত্রীদের সাথে প্রায়ই অসদাচরণ করেন। বিশেষ করে নারী যাত্রীরা দুর্ব্যবহারের শিকার হন। রোববার জনৈক অটোরিকশা চালক কয়েকজন যাত্রীর সাথে দুর্ব্যবহার করলে বেলা দুইটার দিকে ঘটনা নিষ্পত্তিতে বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ মধ্যস্ততা করতে গিয়ে এক চালকের হাতে লাঞ্জিত হন। এসময় উত্তেজনা দেখা দিলে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সোয়েব চেয়ারম্যানেক তার কার্যালয়ে ঢুকিয়ে দেন। চেয়ারম্যান লাঞ্জিতের ঘটনা জানার পর তার সমর্থকরা উত্তেজিত হয়ে মধ্যবাজার সিএনজি স্ট্যান্ড কার্যালয়ে ভাংচুর চালায়। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। উভয়পক্ষ সড়কে কয়েকদফা অগ্নিসংযোগ করে। এসময় জফরপুর গ্রামের একব্যক্তির ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়া হয়। দুইপক্ষের ইটপাটকেলে পাঁচ পুলিশসহ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, গ্রামবাসী রিয়াজ উদ্দিন, ফয়জুল হক, আফতাব আলী, খলিল উদ্দিন, মোস্তফা উদ্দিন, কামাল আহমদ, বুরহান আহমদ, রায়হান আহমদ, মামুন আহমদ, জাফর আহমদ, আজির উদ্দিন, জামাল উদ্দিন, হাসান আহমদ, মালিক মিয়া, খলিল আহমদ,জাহাঙ্গীর আহমদ, সামছুল ইসলাম, জয়নুল হক, রুয়েল আহমদ, সিফার আহমদসহ উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

Post a Comment

Previous Post Next Post