প্লাবনের শেষ সেলফি!

প্লাবনের শেষ সেলফি!
অনলাইন ডেস্কঃ বন্ধু নেওয়াজকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে। সাঁতার জানতেন না। গোসল করতে নামার আগে নিজের মুঠোফোনে তোলেন কয়েকটি সেলফি। ওই সেলফিগুলোই হয়তো প্লাবন আহমেদের শেষ সেলফি হতে যাচ্ছে!

গতাওকাল শুক্রবার দুপুর থেকে প্লাবন আহমেদ (১৯) নিখোঁজ। সমুদ্রে সন্ধান চলছে প্লাবনের। কিন্তু প্লাবনকে পাওয়া যায়নি এখনো।

পুলিশ জানায়, নিখোঁজ প্লাবন তাঁর ঢাকার বন্ধু নেওয়াজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। কুয়াকাটায় ‘সান’ নামক একটি হোটেলে তাঁরা উঠেছিলেন।

শুক্রবার বেলা ১২টার দিকে দুই বন্ধু সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। আধা ঘণ্টা পর সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে প্লাবন আহমেদ নিখোঁজ হন। তাঁর সঙ্গে থাকা বন্ধু নেওয়াজের চিৎকারে অন্য পর্যটকসহ এলাকাবাসী এগিয়ে আসে। স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পায়নি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী সুপার (এএসপি) মীর ফসিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিদেরও খবর দেওয়া হয়েছে।

নিখোঁজ প্লাবনের বাড়ি মাগুরা সদর উপজেলার দেলনগর গ্রামে। তিনি এ বছর মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post