শাকির আহমদ: সারাদেশে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার কেন্দ্রিক রাজনীতিতে বিএনপি যেখানে সক্রিয় ঠিক এর বিপরীতে কুলাউড়ার বিএনপি। এই মাসে কুলাউড়া বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল তো দূরের কথা বিএনপির নেতাকর্মীদের কোন সামাজিক কর্মকান্ডেও দেখা যায় নি। যদিও বিগত কয়েক বছর ধরে কুলাউড়া বিএনপি নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেলেও বিগত ইউপি নির্বাচনকে ঘিরে কুলাউড়া বিএনপি ছিলো মৌলভীবাজারের অন্য উপজেলা থেকে সক্রিয়। নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থানীয় অনেক নেতৃবৃন্দ জানান, মনোনয়ন বানিজ্য আর নেতাদের একঘোয়েমীতে ইউপি নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়। এর পর থেকেই মূলত কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায় নি। রাজনীতির মাঠে দেখা নেই প্রধান প্রতিপ বিএনপির। বর্তমানে ফাঁকা মাঠে গোল দেয়ার মতো অবস্থায় আওয়ামী লীগ। তবু অবসর নেই কুলাউড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের। নিজেদের গ্রুপিং-এর কারনে কে কতো বেশী নেতাকর্মীদের আস্থা অর্জন করতে পারেন সেই কাজে ব্যস্ত নেতারা। পাল্টাপাল্টি ইফতার মাহফিল, যুবলীগের আলাদা ইফতার মাহফিল, ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিল, ছাত্রলীগের কমিঠি গঠনকে কেন্দ্র করে কুলাউড়া আওয়ামীলীগের রাজনীতির মাঠ এখন সক্রিয়।
বিএনপি’র বর্তমান করুণ অবস্থা সম্পর্কে জানতে চাইলে উপজেলা সাধারণ সম্পাদক (একাংশ) এম এ মজিদ বলেন, দলের নেতাকর্মীদের জেলে রেখে আমাদের নেতা তারেক রহমান কোন ইফতার মাহফিল করবেন না বলে জানিয়েছেন, উনাকে সমর্থন করে আমরা দলের মূলধারার নেতৃবৃন্দরা কোন কর্মসূচি দেই নাই।
রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে অপরাংশের সাধারণ সম্পাদক রেদোয়ান খান জানান, প্রোগ্রাম করতে গেলে তো টাকা-পয়সার প্রয়োজন আছে। তাছাড়া বিগত বছর থেকে এবার দলের অঙ্গ সংগঠন দিয়ে কৌশলে আমরা কর্মকান্ড চালাচ্ছি।