শামুকখোল

শামুকখোল
শামুকখোল (শামুকভাঙা) পাখি বাংলাদেশ, ভারত ও শ্রীলংকাসহ এশীয় অঞ্চলে এদের বাস। হাওর, নদী ও বিলের পাড়ের শামুক, ঝিনুক এবং গুগলী এদের প্রধান খাদ্য। নিরাপদ আবাসস্থলের অভাবে প্রজনন কমে যাওয়ায় এদের সংখ্যা বিলুপ্তির পথে। সচরাচর ৫০-৬০টি শামুকখোল একসাথে ঝাঁক বেঁধে খাবারের সন্ধানে বের হলেও বর্তমানে ১৫-২০টি পাখি ঝাঁক বেঁধে বের হয়। হাকালুকি হাওরের কুলাউড়া অঞ্চলের নাগুয়া বিল থেকে শামুকখোল পাখির খাবার আহরণের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এস আলম সুমন।
শামুকখোল

শামুকখোল

Post a Comment

Previous Post Next Post