মৌলভীবাজারে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

মৌলভীবাজারে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস- ২০১৬ উপলক্ষ্যে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৫ জুন রোববার সকাল সাড়ে ১১টায়। পরিবেশ সাংবাদিক ফোরামের জেলা সভাপতি সৈয়দ মহসিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরমেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার ধর। মতবিনিময় সভার শুরুতে ‘বিপর্যস্থ পরিবেশ : প্রেক্ষিত মৌলভীবাজার’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন। উপস্থাপিত প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী। বক্তারা বলেন- পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে পানি দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়া জরুরী। এছাড়াও বক্তারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর খাবার সংকট মোকাবেলায় ফলজ বৃক্ষ রোপন ও বনাঞ্চল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post